‘বাংলাদেশের নির্বাচন নিয়ে মাতব্বরি মানায় না’


Sylhet Mail প্রকাশের সময় : জানুয়ারি ৮, ২০২৩, ৯:০০ পূর্বাহ্ণ /
‘বাংলাদেশের নির্বাচন নিয়ে মাতব্বরি মানায় না’

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, যাদের নিজেদের দেশের নির্বাচন প্রশ্নবিদ্ধ তাদের বাংলাদেশের নির্বাচন নিয়ে মাতব্বরি মানায় না।

তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে কোন লুকোচুরি হয় না। চাইলে যে কোন দেশ পর্যবেক্ষন করতে পারে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপত্র নেড প্রেইসের বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষন করার ঘোষণার বিষয়ে জানতে চাইলে রোববার সিলেটে একটি অনুষ্ঠানে এমনটি বলেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আমেরিকায় ৭২ শতাংশ জনগন মনে করে তাদের দেশে গণতন্ত্র খুব দুর্বল। আর সেখানকার রিপাবলিকান পার্টির ৭৭ শতাংশ লোকজন মনে করে তাদের গত নির্বাচন ছিলো ভূয়া। ভোট চুরি হয়েছে বলে মনে করে তারা। আমাদের দেশেরও কিছু লোক আছে এমন। তবে তারা সংখ্যায় খুব কম।

তিনি বলেন, তাদের দেশে কত শতাংশ লোক ভোট দেয়? -৫০ এর কম। আর আমাদের এখানে মিনিমাল ৭২-৭৩ শতাংশ লোক ভোট দেয়। আমাদের এখানে নির্বাচন খুব অংশগ্রহণমূলক, স্বতঃস্ফূত ও উৎসবমুখর।

ড. একে মোমেন বলেন, এই দেশের সৃষ্টি হয়েছিলো গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচা্র প্রতিষ্ঠার জন্য। আমরা যদ্ধ করেছি মানবাধিকারের জন্য। এই দেশের প্রতিটি মানুষের রন্ধ্রে রন্ধ্রে এসব আদর্শ রয়েছে। ফলে আমাদেরকে অন্যরা মাতব্বরি করে পরামর্শ দেয়ার দরকার নেই। তারা নিজেদের আয়নায় দেখুক। তবে আমরা অঙ্গিকার করেছি, আগামী নির্বাচন স্বচ্ছ, সুন্দর, গ্রহণযোগ্য এবং সবাইকে নিয়ে হবে। আমার দল বিশ্বাস করে- আমার ভোট আমি দেব, যারে খুশি তারে দেবো।

তিনি বলেন, আওয়ামী লীগ সবসময় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। সেনাবাহিনীর সহায়তায় আসেনি। যারা এসব নিয়ে সন্দেহ প্রকাশ করে তাদের জ্ঞানের অভাব রয়েছে।