আজও সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে, বিপর্যস্ত জনজীবন


Sylhet Mail প্রকাশের সময় : জানুয়ারি ৪, ২০২৩, ১১:১৫ পূর্বাহ্ণ /
আজও সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে, বিপর্যস্ত জনজীবন

হাড়কাঁপানো শীতে দুর্বিষহ হয়ে উঠেছে স্বাভাবিক জনজীবন। শুধু গ্রামাঞ্চলেই নয়, শহরের দিকেও লোকজন ঠাণ্ডা ও শৈত্যপ্রবাহে জবুথুবু হয়ে পড়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সর্বশেষ আপডেটে জানিয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আগামীতে দিনের তাপমাত্রা ১৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে ওয়েদার ডট কমের পূর্বাভাসে বলা হয়েছে।

এদিকে আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায়। এ নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে।

বুধবার (৪ জানুয়ারি) শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক আনিছুর বলেন, “আজ সকাল নয়টায় রেকর্ড করার পর তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস, যা দেশে সর্বনিম্ন।”

গতকালও দেশের সর্বনিম্ন ছিল এই অঞ্চলে, ৮.৫ ডিগ্রি সেলসিয়াস।

আনিছুর রহমান আরও জানান, আগামী কয়েকদিন তাপমাত্রা ওঠানামা করতে পারে তবে একটানা পাঁচদিন তাপমাত্রা তেমন বাড়েনি এই অঞ্চলে।

গত কয়েকদিন ধরেই শ্রীমঙ্গলসহ মৌলভীবাজার জেলা ঘনকুয়াশায় ঢাকা পড়ে আছে।

যতই দিন যাচ্ছে, তাপমাত্রার পারদ ততই নিচের দিকে নামছে। ছিন্নমূল মানুষ ও চা শ্রমিকরা তীব্র শীতের কবলে। ভোরে ঘন কুয়াশা আর কনকনে ঠাণ্ডায় কাবু হয়ে পড়েছেন এ জনপদের মানুষ।