মৌলভীবাজারে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


Sylhet Mail প্রকাশের সময় : জানুয়ারি ৭, ২০২৩, ১১:১৯ পূর্বাহ্ণ /
মৌলভীবাজারে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়ায় গলায় ওড়না পেঁচানো অবস্থায় রুমা মুণ্ডা (১৬) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের জ্বালাই গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রুমা ওই গ্রামের কালিচন্দ্র মুণ্ডার মেয়ে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে খাবার শেষ করে রুমা তার মায়ের সাথে একই বিছানায় ঘুমিয়ে যায়। পরবর্তীতে মধ্যরাতে রুমার মা রুপামনি মুণ্ডা তার মেয়েকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বসতঘরের পশ্চিম পাশে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

পরে স্বজনরা রুমাকে উদ্ধার করে হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ওসি মো. আব্দুস ছালেক জানান, রুমা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। তার মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।