ঘরে পড়েছিল গৃহবধূর মৃতদেহ, স্বামী আটক


Sylhet Mail প্রকাশের সময় : জানুয়ারি ৯, ২০২৩, ২:২৪ অপরাহ্ণ /
ঘরে পড়েছিল গৃহবধূর মৃতদেহ, স্বামী আটক

মৌলভীবাজারের জুড়ীতে রিমা আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে রিমার স্বামী কয়েছ মিয়াকে আটক করা হয়েছে।

আজ সোমবার বিকেলে উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ বড়ডহর গ্রামে এ ঘটনাটি ঘটে।

রিমা উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের যুগীমুরা গ্রামের বাসিন্দা রইছ আলীর মেয়ে।

রিমার মা শারি বেগম অভিযোগ করে বলেন, মাস তিনেক আগে কয়েছ মিয়ার সাথে রিমার বিয়ে হয়। কয়েছ চট্টগ্রামে থেকে গাড়ী চালায়। বিয়ের পর থেকেই সে গাড়ী কিনতে টাকার জন্য আমাদেরকে বিভিন্ন ভাবে চাপ দিচ্ছিল। সম্প্রতি সে আমার ছেলের নিকট ৩০ হাজার টাকা চায়। এ টাকার জন্য সে রিমাকে বিভিন্ন রকম চাপ প্রয়োগ ও মারপিট করতো। সব ঘটনা রিমা আমাদের ফোনে জানাতো। শনিবার (৭ জানুয়ারি) কয়েছ চট্টগ্রাম থেকে বাড়ী এসে রিমাকে টাকার জন্য চাপ দেয়। এনিয়ে উভয়ের মধ্যে ঝগড়াঝাটি হয়। আজ সোমবার সকাল থেকে রিমাকে শারীরিক ও মানসিক চাপ দিতে থাকে। রিমা ফোনে আমাদের এ কথা জানায়। এরপর দুপুরে কয়েছের ছোট ভাই জাবেদ ফোন করে বলে রিমা ঘরে ফাঁস লেগে মারা গেছে।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, লাশ উদ্ধার ও স্বামীকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।