গাইবান্ধায় নৌকার প্রার্থী রিপন বেসরকারিভাবে বিজয়ী


Sylhet Mail প্রকাশের সময় : জানুয়ারি ৪, ২০২৩, ৩:৫১ অপরাহ্ণ /
গাইবান্ধায় নৌকার প্রার্থী রিপন বেসরকারিভাবে বিজয়ী

নৌকার প্রার্থী রিপন বেসরকারিভাবে বিজয়ী গাইবান্ধা-৫ আসনের (সাঘাটা-ফুলছড়ি) উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন আওয়ামী লীগ নৌকা প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান রিপন। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক এই সভাপতি পেয়েছেন ৮২ হাজার ৮১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটবর্তী প্রার্থী জাতীয় পার্টি মনোনীত অ্যাডভোকেট এইচ এম গোলাম শহীদ রঞ্জু (লাঙ্গল) পেয়েছেন ৪৫ হাজার ৭৬১।

বুধবার (৪ ডিসেম্বর) সকাল থেকে ১৪৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে একটানা ভোটগ্রহণ চলে। এবারও কেন্দ্রগুলো নিবিড় পর্যবেক্ষণে ১ হাজার ২৪২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়।

এবার নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্য প্রার্থীরা হলেন বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী জাহাঙ্গীর আলম (কুলা) এবং স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মাহবুবার রহমান (ট্রাক)।